সাতক্ষীরার তালায় ইয়াবাসহ শেখ মাসুদুর রহমান (৩৯) নামে এক ব্যক্তি আটক করেছে পুলিশ। গত সোমবার রাত ৮টার সময় উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বদরের মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০টি ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ। আটক শেখ মাসুদুর পুরাতন সাতক্ষীরার বাসিন্দা।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে ওসি বলেন, শেখ মাসুদুর রহমান নামে এক ব্যক্তি মাদক নিয়ে ইসলামকাটি এলাকায় আসেন বলে গোপন সংবাদ পায় পুলিশ। পরে এসআই চন্দন কুমার মন্ডলের নেতৃত্বে সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শেখ মাসুদুর রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ১০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।