চট্টগ্রামের হাটহাজারীতে নারী ও শিশু-কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসনে (সেফ হোম) তিন মাসব্যাপী পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে অবস্থিত ওই প্রতিষ্ঠানটির উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর কাপড় কেটে প্রশিক্ষণ কোর্সটি উদ্বোধন করেন।
এ সময় উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর বলেন, প্রশিক্ষণের উদ্দেশ্য হেফাজতিদের মধ্য হতে উদ্যোক্তা তৈরি ও আত্মকর্মসংস্থান সৃষ্টি করা।
প্রশিক্ষণ কোর্সটি উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন অফিস সহকারী কামরুল হাসান, নার্স শিরিন ইসলাম, সমাজকর্মী লাভলী বড়ুয়া, রাজিয়া সুলতানা এবং ফাহমিদা খাতুন প্রমুখ।
এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন জাহানারা খান।