খাগড়াছড়ির মানিকছড়িতে অসহায় অর্ধশত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ বাসন্তী চাকমার উদ্যোগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে এসব পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ বাসন্তী চাকমার অনুকূলে বরাদ্দ থেকে উপজেলার ৫০ জন দুস্থ ও দরিদ্র পরিবারে ত্রাণ হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়।
গতকাল সকালে উপজেলা অডিটোরিয়াম চত্বরে দুস্থ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবদিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না মাহমুদ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন। এ সময় যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।