নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার আটটি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসব ইউনিয়নের মধ্যে নিতাই ইউপিতে মুত্তাকিনুর রহমান আবু (স্বতন্ত্র), পুটিমারি ইউপিতে আবু সায়েম লিটন (স্বতন্ত্র), বাহাগিলি ইউপিতে সুজাউদ্দৌলা লিপটন (লাঙ্গল), গাড়াগ্রাম ইউপিতে জোনাব আলী (স্বতন্ত্র) এবং রনচন্ডি ইউপিতে মোকলেছুর রহমান বিমান (নৌকা)।
ভোটকেন্দ্র দখল, ভাঙচুর, ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় তিনটি ইউনিয়নের ৬টি ভোট কেন্দ্র স্থগিত করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা। এ জন্য বড়ভিটা, মাগুড়া ও কিশোরগঞ্জ সদর ইউপির ফলাফল স্থগিত করেছে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
জলঢাকা: ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে যাঁরা নির্বাচিত হয়েছেন, কৈমারী ইউনিয়নে ছাদেকুল সিদ্দিকী সাদেক (আনারস) স্বতন্ত্র, শৌলমারী ইউনিয়নে নুরুজ্জামান (লাঙ্গল), ডাউয়াবাড়ী ইউনিয়নে সাইফুল ইসলাম মুকুল (নৌকা), বালাগ্রাম ইউনিয়নে আহম্মেদ হোসেন ভেন্ডার (নৌকা), গোলমুন্ডা ইউনিয়নর মিজানুর রহমান (মোটরসাইকেল) স্বতন্ত্র, গোলনা ইউনিয়নে মশিয়ার রহমান (নৌকা), ধর্মপাল ইউনিয়নে আবু তাহের (নৌকা), মীরগঞ্জ ইউনিয়নে গোলাম মোস্তফা মানিক (মোটরসাইকেল) স্বতন্ত্র, শিমুলবাড়ী ইউনিয়নে হামিদুল হক (নৌকা), কাঠাঁলী ইউনিয়নে সোহরাব হোসেন তুহিন (নৌকা) ও খুটামারা ইউনিয়নে রকিবুল ইসলাম (চশমা) স্বতন্ত্র প্রতীক।