আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার হাঁড়িভাঙা একতা সংগীত একাডেমি উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় হাঁড়িভাঙা বাজারের ভাই ভাই সাউন্ড কার্যালয়ে একতা সংগীত একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমিটির পরিচালক জিএম মিলনের সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক লিংকন আসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভাই ভাই সাউন্ডের পরিচালক আসলাম হোসেন, একতা সংগীত একাডেমির মিউজিশিয়ান তাপস মিস্ত্রি প্রমুখ।