হোম > ছাপা সংস্করণ

কোড ও নিউম্যারিক আইডি জানাবে পরিচয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর সিএনজি চালিত অটোরিকশার চালক ও মালিকদের ডিজিটাল নিবন্ধনের আওতায় আনছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এতে প্রত্যেকের আলাদা কোড এসএমএস এবং নিউম্যারিক আইডি স্মার্ট ফোনে স্ক্যান করে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।

নগরীতে অটোরিকশায় সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণে ‘আমার গাড়ি নিরাপদ’ নামে এই উদ্যোগ হাতে নিয়েছে সিএমপি। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনসে দপ্তরটির কার্যালয়ে এর উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

সিএমপি জানায়, এই কার্যক্রমের আওতায় চালক ও মালিকদের ডিজিটাল নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। এতে মালিক কোনো চালককে গাড়ি দেওয়ার আগে ভেরিফিকেশন কার্ড দেখে তাঁর সম্পর্কে নিশ্চিত হতে পারবে। চালকের পরিচিতি গাড়ির মালিকের পাশাপাশি যাত্রীরাও অবগত থাকবেন। আবার ভুল করে যাত্রীরা গাড়িতে কোনো মূল্যবান জিনিস ফেলে গেলেও তা পরবর্তীতে সহজেই উদ্ধার সম্ভব হবে।

কমিশনার সালেহ মোহাম্মদ বলেন, সিএনজি চালিত অটোরিকশায় সব ধরনের যাত্রীসহ নারী ও শিশুদের নিরাপদ বাহন হিসেবে গড়ে তুলতে ‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগ নিয়েছে সিএমপি। এর মাধ্যমে মহানগরী এলাকায় চলাচলরত বৈধ কাগজ সংবলিত সব সিএনজি চালিত অটোরিকশার মালিক ও ড্রাইভারদের নির্দিষ্ট ফরম পূরণ করার মাধ্যমে ভেরিফাইড করা হবে। মালিক ও ড্রাইভারদের সব তথ্য পুলিশ সার্ভারে জমা থাকবে। তাঁদের প্রত্যেককে আলাদা কোড ও নিউম্যারিক আইডি কার্ড দেওয়া হবে। যাত্রীরা স্মার্ট ফোনের মাধ্যমে গাড়িতে ঝোলানো প্রিন্ট কপিতে উল্লেখিত আইডি ও কোড স্ক্যান করে চালক এবং মালিকের ছবিসহ সব তথ্য জানতে পারবেন।

সিএমপি সূত্র জানায়, প্রাথমিকভাবে নগরীতে বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশ বক্সে স্থাপিত ৮টি বুথে সিএনজি অটোরিকশার মালিক ও চালকের নিবন্ধন সম্পন্ন হবে। এগুলো হচ্ছে টাইগারপাস, নিউ মার্কেট, বহাদ্দারহাট, জিইসি মোড়, বাদামতলী, অলংকার, মইজ্জারটেক ও সিমেন্ট ক্রসিং। নিবন্ধনের আগে গাড়ির মালিক ও চালকদের বৈধ কাগজ পত্র যাচাই করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমানসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ