রাজশাহীর দুর্গাপুরে খাদ্য অধিদপ্তরের আওতায় (ওএমএস) চাল কিনতে গিয়ে এক ভ্যানচালক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই ভ্যানচালকের নাম আব্দুল করিম। তিনি দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর গ্রামের বাসিন্দা।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর পৌর এলাকার শালঘরিয়া বদির মোড় এলাকায় মারধরের শিকার হন আব্দুল করিম।।
জানা গেছে, ভ্যানচালক করিম শালঘরিয়া বদির মোড় এলাকায় ডিলার পয়েন্টে চাল কিনতে যান। এ সময় তিনি দেখেন, ডিলারেরা অনেকের কাছে বস্তা ধরে চাল বিক্রি করছেন। তিনি তাঁদের কাছে এক বস্তা চাল চান। পরে ৩০ কেজির এক বস্তা চাল ধরিয়ে দিয়ে তাঁর কাছে থেকে ১ হাজার টাকা দাবি করেন ডিলারের কর্মচারী কালাম। করিম ৯৫০ টাকা দেন। আরও ৫০ টাকার দাবিতে করিমকে কিলঘুষি মারেন কালাম।
দুর্গাপুর পৌরসভার লঘরিয়া বদির মোড়, সিংগাবাজার ও দুর্গাপুর সদর বাজারে স্বল্প মূল্যে চাল বিক্রি করা হয়। প্রত্যেক ডিলারকে প্রতিদিন ১৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। ডিলারদের কাছে থেকে প্রত্যেক ব্যক্তি ৫ কেজি চাল কিনতে পারবেন। ১ কেজি চাল ৩০ টাকায় বিক্রির কথা।
তবে শালঘরিয়া বদির মোড় এলাকার (ওএমএসএস) ডিলার বজলুর রশিদ বাবলু বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রতি ব্যক্তির কাছে ৫ কেজি করে চাল বিক্রি করা হয়। গতকালের ঘটনাটা একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে।’
মোবাইল ফোনে যোগাযোগ করা হলে উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মাদ আলী বলেন, তিনি ট্রেনে আছেন। এখন কথা বলতে পারবেন না বলে ফোন কেটে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, ‘এমন অভিযোগ আমি এখনো পাইনি বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’