মেক্সিকোতে সাংবাদিকদের ওপর একের পর এক হামলা বেড়েই যাচ্ছে। গত বুধবার হামলার পর অল্পের জন্য বেঁচে গেছেন একটি অনলাইন সংবাদমাধ্যমের পরিচালক সাংবাদিক হোসে ইগ্নাইসিও সান্তিয়াগো। বেঁচে না ফিরতে পারলে চলতি মাসে চারজন সাংবাদিক খুনের শিকার হতেন মেক্সিকোতে। এর আগে চলতি বছরের প্রথম মাসেই মেক্সিকোতে তিন সাংবাদিক খুন হয়েছেন। গত মঙ্গলবার সারা দেশে হত্যার প্রতিবাদে আন্দোলন হয়েছে।
তিজুয়ানা শহরে ১৭ জানুয়ারি ক্রাইম ফটোগ্রাফার মার্গারিতো মার্টিনেজ এবং ২৩ জানুয়ারি প্রতিবেদক লুড্রেস মালডোনাডো লোপেজকে খুন করা হয়। এর আগে ১০ জানুয়ারি ভেরাক্রুজ এলাকায় খুন হন আরেক প্রতিবেদক হোসে লুইস গাম্বুয়া।