কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে হাজি লস্কর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় স্থানীয় খন্দকার জাকির হোসেন ফুটবল একাদশ ও এস এস গাদ্দার ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলা দেখতে ভিড় জমান দূর–দুরান্ত থেকে আসা দর্শকেরা।
খেলায় খন্দকার জাকির হোসেন ফুটবল একাদশ ১-০ ব্যবধানে এস এস গাদ্দার ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কেশবপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর মোড়ল, ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হালিম মোড়ল।