ব্রাজিলের আমাজন নদীর অববাহিকা এবং পেরু অঞ্চলেই বেশি পাওয়া যায় সাকার ফিশ। এই মাছটিকে ক্যাট ফিশও বলা হয়। কিন্তু সেই বিদেশি সাকার ফিশ এখন আমাদের দেশের উপকূলীয় নদ-নদী, খাল-বিল, পুকুরে প্রায়ই পাওয়া যাচ্ছে।
গত সোমবার সকালে বাগেরহাটের শরণখোলা উত্তর তাফালবাড়ি গ্রামের ছগির আকন নামে এক জেলের জালে ধরা পড়েছে দেড় ফুট লম্বা ও প্রায় এক কেজি ওজনের এমনই একটি সাকার ফিশ। বাড়ির পাশের খালে পেতে রাখা ধর্মজালে ধরা পড়ে মাছটি।
জেলে ছগির জানান, তাঁর জালে অন্যান্য মাছের সঙ্গে নতুন একটি মাছ দেখতে পান তিনি। এর আগে কোনো দিন এ রকম মাছ দেখেননি। দেখতে খুব সুন্দর লাগে, তাই মাছটি না মেরে বাড়ির পুকুরে ছেড়েছেন।
উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, কয়েক বছর ধরে উপকূল অঞ্চলে এই সাকার ফিশ ধরা পড়ার খবর পাওয়া যাচ্ছে। বঙ্গোপসাগরের সঙ্গে সব নদ-নদী, সাগরের যোগসূত্র রয়েছে। তাই এটি এ অঞ্চলে আসাটা অস্বাভাবিক কিছু নয়। এই মাছটি খাওয়ার উপযোগী না। খেলে বিষক্রিয়া হতে পারে।