হোম > ছাপা সংস্করণ

পুরোনো ‘মরা ছড়া’য় প্রাচীর যুবলীগ নেতার

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের পানি নিষ্কাশনের একমাত্র পথ ‘মরা ছড়া’। শত বছরের পুরোনো এই ছড়াটির একটি অংশ দখল করে এক যুবলীগ নেতা সীমানা প্রাচীর নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে কোনো কার্যকর নিচ্ছে না।

তিনি রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় বাধা ছাড়াই প্রাচীর নির্মাণ করছেন বলে এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন। তবে ভয়ে তাঁদের কেউই নাম প্রকাশ করতে চাননি। তাঁরা এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে বর্ষাকালে জলাবদ্ধতার সৃষ্টির আশঙ্কা করছেন।

ওই ওয়ার্ডের নন্দিরহাটের পশ্চিম দিক দিয়ে ডুলুনিয়া ডালা সড়ক ধরে বয়ে গেছে ছড়াটি। স্থানীয় ‘মরা ছড়া’ নামে পরিচিত এই নালা দিয়ে বর্ষাকালে মাহমুদাবাদ এলাকার পাহাড়ি ঢল গিয়ে হালদা নদীতে পড়ে। সপ্তাহখানেক ধরে ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি ছড়াটির মাটি কেটে সীমানা প্রাচীর নির্মাণ করছেন। সরেজমিনে গত বৃহস্পতিবারও সেখানে নির্মাণকাজ চলতে দেখা যায়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কারও অনুমতি নিয়েছেন কিনা এমন প্রশ্ন করলে মোহাম্মদ শফি দম্ভের সঙ্গে বলেন, ‘আপনাদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমার জায়গায় আমি সীমানা প্রাচীর নির্মাণ করছি। কারও অনুমতির নেওয়ার প্রয়োজন নাই।’

শফি আরও বলেন, ‘আমি দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। আপনারা কী করতে পারেন-তা আমি দেখব। আমার কাজ আমি করি, আপনাদের কাজ আপনারা করেন।’

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী মোহাম্মদ শফিউল আজিম মোবাইল ফোনে বলেন, ‘নন্দির হাট এলাকায় ছড়া দখল করে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করার বিষয়টি আমার জানা নেই।’ তবে তিনি শিগগিরই করপোরেশনের লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ