হোম > ছাপা সংস্করণ

শারীরিক উচ্চতাকে হার মানিয়ে ভোটের মাঠে মশু

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কর্ম ও ইচ্ছাশক্তিই যে মানুষকে সফলতার দিকে ধাবিত করে, এর প্রমাণ দিলেন আড়াই ফুট উচ্চতার মোশারফ হোসেন মশু। তিনি নিজের শারীরিক উচ্চতাকে হার মানিয়ে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী হয়েছেন। মশু কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মশু প্রার্থী হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা হচ্ছে। স্থানীয় অনেক ভোটার নিজের টাকায় মশুর নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ২৬ বছর বয়সী মশুর বাড়ি ভূরুঙ্গামারীর বাগভান্ডার এলাকার কদমতলা গ্রামে।

কদমতলা গ্রামের নজরুল ইসলাম বলেন, ‘দরিদ্র মানুষের কষ্ট একজন দরিদ্রই ভালো বোঝে। তাই আমরা শারীরিক প্রতিবন্ধী দরিদ্র মোশারফ হোসেন মশুকে মেম্বার প্রার্থী করেছি।’ ওই গ্রামের আরেক ভোটার আমজাদ হোসেন বলেন, ‘আগে যারা ইউপি সদস্য নির্বাচিত হয়েছে তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পাইনি। এবার একজন শারীরিক প্রতিবন্ধীকে ভোট দিয়েই দেখি না কী হয়।’

ওই গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, ‘মশু একজন প্রতিবন্ধী। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। মশুকে সমাজের মূলধারায় আনতে এলাকাবাসী তাঁকে প্রার্থী করেছে। মশু নির্বাচিত হলে অন্য প্রতিবন্ধীদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারবেন।’

এ বিষয়ে মোশারফ হোসেন মশু বলেন, ‘এলাকাবাসী আমাকে ভালোবেসে প্রার্থী করেছেন। তাঁরাই আমার প্রচারণা চালাচ্ছেন। আমি নির্বাচিত হলে গরিবের হক বিনা পয়সায় গরিবদের ঘরে পৌঁছে দিয়ে আমার প্রতি এলাকাবাসীর ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে চাই।’

ভূরুঙ্গামারী উপজেলার রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মোশারফ হোসেন মশুর প্রার্থী হতে আইনি কোনো বাধা নেই। যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ