নারায়ণগঞ্জের বন্দরে চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাইকালে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গত বৃহস্পতিবার রাতে বন্দরের বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বন্দর থানায় মামলা করা হলে তাঁদের গ্রেপ্তার দেখায় পুলিশ।
স্থানীয় বাসিন্দারা আহত চালক পরেশ বাউলকে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
গ্রেপ্তার দুজন হলেন চাঁদপুরের চান্দ্রা বাজার এলাকার খলিল মিয়ার ছেলে ইমন (২০), কিশোরগঞ্জের বাজিতপুর থানার মুক্তার উদ্দিনের ছেলে বাইতুল্লাহ (২১)। এ সময় সজীব (১৮) নামে এক হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক সজিব বন্দরের স্বল্পের চক এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ইজিবাইক নিয়ে বের হন চালক পরেশ বাউল। ১২টার দিকে আসামি ইমন, বাইতুল্লাহ ও সজিব যাত্রী সেজে তাঁর গাড়িতে ওঠেন। পরে বাগবাড়ি এলাকায় এলে পেছন থেকে পরেশকে কুপিয়ে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করেন তাঁরা। স্থানীয় বাসিন্দারা চালকের চিৎকারের শুনে এসে দুজনকে আটক করতে সক্ষম হন। এ সময় সজীব নামে আরেক হামলাকারী পালিয়ে যান।
বন্দর থানার উপপরিদর্শক মোদাচ্ছের বলেন, ইজিবাইক ছিনতাই চেষ্টা ও হামলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।