হোম > ছাপা সংস্করণ

চাচার পরীক্ষা দিতে এসে ভাতিজা গ্রেপ্তার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে এইচএসসি (বিএম) দ্বিতীয় বর্ষের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা (২) পরীক্ষা দিতে এসে শ্যামপদ বর্মণ (২২) নামে এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সকালে নিয়ামতপুর সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনাটি ঘটে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হলে বিচারক তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত শ্যামপদ বর্মণ নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের গাহৈল গ্রামের বাসিন্দা। তাঁর চাচা কার্তিক বর্মণের বদলে তিনি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঞ্জুরুল আলম ওই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে চ্যালেঞ্জ করেন। এ সময় ওই পরীক্ষার্থী স্বীকার করেন যে তাঁর চাচা কার্তিক বর্মণের বদলে তিনি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষার প্রবেশপত্র জাল করার কথাও স্বীকার করেন তিনি। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে ওই ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড ও এক শ টাকা জরিমানা করেন।

কেন্দ্র পরিদর্শক টিকরামপুর বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজের অধ্যক্ষ গোলাম শফি কামাল বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। এ বিষয়ে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঞ্জুরুল আলম বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে জেল ও জরিমানা করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ