করোনা মহামারির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। তাঁদের সেই মহানুভবতার স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল আয়োজিত ‘নেশন ব্র্যান্ডিং ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠানে স্বীকৃতিপ্রাপ্তদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
করোনাকালে মানবসেবার জন্য ‘কোভিড রেসপন্স অর্গানাইজেশন’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ব্র্যাক, অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন। এ ছাড়া দেশের সার্বিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য ‘ব্র্যান্ড বাংলাদেশ অ্যাওয়ার্ড’ পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, এটুআইয়ের প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন ও বিদ্যানন্দের নির্বাহী সদস্য জাকির হোসেন পাভেল নিজ নিজ সংগঠনের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যান্ড ফোরামের এমডি শরিফুল ইসলাম। বিভিন্ন সেশনে আলোচনায় অংশ নেন ফোরামের প্রধান উপদেষ্টা ড. সৈয়দ ফারহাদ আনোয়ার, প্রাণ-আরএফএলের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, অ্যাপেক্স ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, এফআইসিসিআইয়ের সভাপতি নাসের এজাজ বিজয় প্রমুখ।