নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে দুই দিনব্যাপী গারো সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ওয়ানগালা (নবান্ন) শেষ হয়েছে। গত শনিবার শুরু হয়ে গতকাল রোববার সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনার মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটে।
সমাপনী দিনে গতকাল বিকেলে একাডেমির মিলনায়তনে পরিচালক ও গীতিকার সুজন হাজংয়ের সভাপতিত্বে নৃত্য শিক্ষক মালা মার্থা আরেং এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিক উল্লাহ খান। এ ছাড়া বক্তব্য দেন শিক্ষাবিদ রেভা. মণীন্দ্রনাথ মারাক, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, কালচারাল একাডেমির সাবেক পরিচালক স্বপন হাজং, অগ্রণী ব্যাংক শাখার ম্যানেজার কবি সাজ্জাদ খান, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গারো সম্প্রদায় প্রতিবছর ধর্মীয় ও সামাজিক উৎসব হিসেবে ‘ওয়ানগালা’ উদ্যাপন করে আসছে। এটি মূলত তাঁদের কৃষিভিত্তিক সামাজিক উৎসব। বর্তমান সরকার ক্ষুদ্র নৃ গোষ্ঠীসহ সব সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও তাঁদের জীবনমান উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে চলেছে।