‘রঙের খেলা, ছবির মেলা’ এই ব্যানারে জয়পুরহাটে শেষ হলো দুই দিনব্যাপী চিত্রপ্রদর্শনী। গত শুক্রবার ও শনিবার জয়পুরহাট জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়।
এতে স্থান পায় অন্তত ২০০ ছবি। এসব ছবিতে ফুটে ওঠে আবহমান বাংলার চিরায়ত সৌন্দর্য, বিভিন্ন উৎসব-পার্বণ ও ষড়্ঋতুর নান্দনিকতা।
শিশু চিত্রশিল্পী জয়ী, অর্ণব ও নাভী জানান, তাঁরা এবারই প্রথম ২০ ফুট ক্যানভাসে সম্মিলিতভাবে ছবি এঁকেছে।
মৌনবিণা শিশু কিশোর চারুকলা একাডেমির চিত্রশিল্পী মাহবুব আলম বলেন, করোনার কারণে শিশুরা বিনোদনের সুযোগ পায়নি। একঘেয়েমি থেকে তাঁদের বের করে আনতেই মূলত এই আয়োজন।
জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবাশিস দত্ত সাংবাদিকদের বলেন, মনের ভেতরে যে বীণা বাজে, তারই বহিঃপ্রকাশ ঘটেছে এসব চিত্রকর্মে। এই চর্চা দেশে এখন খুবই কম। এসব চিত্রকর্ম ছড়িয়ে দিতে পারলে, মানুষের মনের মাঝে যে সুকুমারবৃত্তি সুপ্ত আছে, তার বহিঃপ্রকাশ ঘটবে। মানুষের মধ্যে যে, কূপমণ্ডূকতা, সাম্প্রদায়িকতা ও জাতি বিদ্বেষ আছে তা দূর হবে।