নারায়ণগঞ্জের বন্দরে একটি তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার ধামগড়ের মনারবাড়িতে মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামের ওই তুলার মিলে আগুন লাগার এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৮ থেকে ৯ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিক পক্ষ।
আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন কারখানার ৭ শ্রমিক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, অগ্নিকাণ্ডে মালামালসহ ৫টি গোডাউন পুড়ে যায়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।