জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি এবং ইমিটেশনের গয়নাসহ এক নারীকে হাতেনাতে আটক করেছেন। গত শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ঘাসুরিয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
র্যাব-৫, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার তৌকির জানান, অভিযান চলাকালে ভারতীয় ৭০টি শাড়ি, ১২ হাজার ৮০৪টি পায়েল এবং ২ হাজার ৭০০টি নেকলেসসহ বেলু (৫০) নামের একজন নারী চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়। আটক নারী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পারইল গ্রামের মোজাহার আলীর স্ত্রী।
তিনি অবৈধভাবে সীমান্ত থেকে মালামাল সংগ্রহ করে বিক্রি করতে বগুড়া যাচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে রাতেই জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান জানান, আটক নারীর বিরুদ্ধে গত শনিবার রাতে মামলা করা হয়। এরপর গত রোববার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।