নওগাঁয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় সেখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর উপস্থিত লক্ষ করা গেছে।
এর আগে সকাল সাড়ে ১০টা থেকে যুবদলের নেতা-কর্মীরা ছোট ছোট বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারের সামনে জড়ো হন। তাঁরা খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্লোগান দিতে থাকেন। বেলা ১১টা সহস্রাধিক নেতা-কর্মী মুক্তির মোড় সামনের সড়ক দখলে নেন।
দুপুরে সমাবেশে যুবদলের সভাপতি বায়জিদ হোসেন পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খাইরুল আলম গোল্ডেনের পরিচালনায় বিক্ষোভে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক হাফিজ রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন আহম্মেদ ও বিএনপি নেতা মামুনুর রহমান রিপন। সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।