জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে শোভাযাত্রাটি শাখারপাড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা হয়।
বিদ্যালয়ের হলরুমে আওয়ামী লীগের ইসুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি সামশুল হক মোল্লার সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাদিজা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মুক্তা নেওয়াজ, শাখারপাড় প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শেলিম সরীফ প্রমুখ।