পাবনার সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলম হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত দেড়টার দিকে ভাঁড়ারা ইউনিয়নের কোলাদী গ্রামের চারা বটতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কোলাদী বিজয় রামপুর গ্রামের শহিদুল ইসলাম (৩০), মহাদেবপুর পূর্বপাড়া গ্রামের রবিউল ইসলাম রবি (৪০) ও সন্দেহভাজন আসামি একই গ্রামের সিরাজ শেখকে (৩৬) গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে ইয়াসিন আলম হত্যা মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সশস্ত্র অবস্থায় মামলার অন্যতম প্রধান আসামি শহিদুল ইসলাম, রবিউল ইসলাম রবি ও সিরাজ শেখকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে গুলি ও লোডেড ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল এবং তিনটি গুলিসহ একটি ওয়ান সুটার গান উদ্ধার করা হয়।
পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকনউজ্জামান বলেন, আসামিদের গতকাল শনিবার দুপুরে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। হত্যা মামলার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, ১১ ডিসেম্বর ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার নিয়ে সংঘর্ষে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলমকে কুপিয়ে ও গুলি করে প্রতিপক্ষরা।