ঘূর্ণিঝড় জাওয়াদ এ ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া, আবর্জনা পরিষ্কার করে নদী-খাল-বিলের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং মাগুরা যুব উন্নয়ন অফিসে সম্প্রতি নির্বিচারে গাছ কাটার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । সকাল শহরের চৌরঙ্গী মোড়ে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে এটি করা হয়।
সমাবেশে সদস্যসচিব প্রকৌশলী (বুয়েট) শম্পা বসু বলেন, মাগুরা জেলা কৃষি প্রধান অঞ্চল। বেশির ভাগ কৃষকই মহাজন, এনজিও, কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে এই চাষাবাদ করেছেন, তাঁরা সর্বস্বান্ত হয়ে গেলেন। এখন কীভাবে তাঁরা ঋণ পরিশোধ করবে?