বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নতুন কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে আসতে আগ্রহীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেছে ছাত্রলীগ।
গতকাল শনিবার কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সংগ্রহ কার্যক্রম চলে। এ সময় ৯৩ জন পদপ্রত্যাশী জীবনবৃত্তান্ত জমা দেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ওয়াসিম আকরাম সকালে ক্যাম্পাসে আসেন। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। পরে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন বেরোবি ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ওয়াসিম বলেন, ‘বেরোবি ছাত্রলীগের অতীতে এত দিন ক্যাম্পাসে কি হয়েছে না হয়েছে সে দিকে লক্ষ্য না রেখে আমরা সামনের দিনে একটি সুন্দর কমিটি উপহার দিতে চাই, যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করবে।’
ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ২২ নভেম্বর বেরোবি ছাত্রলীগের আগের কমিটি বিলুপ্তি ঘোষণা করে নতুন কমিটির জন্য জীবনবৃত্তান্ত চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।