ময়মনসিংহে ডিসেম্বরের প্রথম দিনেই বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে বঙ্গবন্ধু পরিষদ। আজ বুধবার সকালে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হবে।
জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান বক্তা থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা। প্রধান অতিথি থাকবেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু।
উল্লেখ্য মুক্তিযোদ্ধা দিবস পালন উপলক্ষে জেলা বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে সদর উপজেলার সব বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হবে।