নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন জেলায় আজ বুধবার সব তফসিলি ব্যাংকের শাখা এবং উপশাখা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ব্যাংকের শাখা ও উপশাখাসমূহে কর্মরত ভোটারদের ভোট প্রদানের সুযোগ নিশ্চিত করতেও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব তফসিলি ব্যাংকের নির্বাহীদের এসংক্রান্ত নির্দেশনা জানিয়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ।