নাটোর সদরের ডাঙ্গাপাড়ায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থী সানজিদা আকতার বীণাকে (১৯) অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মূল অভিযুক্ত মাহিন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ৮টায় নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. মহসিন বলেন, প্রধান অভিযুক্ত মাহিন হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গত সোমবার সকালে বীণার বাবা নুরুল ইসলাম বাদী হয়ে ৮-১০ জনকে আসামি করে মামলা করেন। বীণা বর্তমানে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
মামলায় অভিযোগ করা হয়, রোববার বিকেলে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার সময় বীণার পথরোধ করে তার মুখে অ্যাসিড নিক্ষেপ করে অভিযুক্ত মাহিন ও তার দুই সহযোগী। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।