ভূঞাপুরে দুই দিনব্যাপী ৪৩তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহিনুল ইসলাম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম বাবু, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন প্রমুখ।