হোম > ছাপা সংস্করণ

নতুন ভাবনায় কালারস বাংলার ধারাবাহিক

হিন্দি হোক বা বাংলা—সিরিয়াল মানেই নারীপ্রধান গল্প। নায়ক থাকলেও গল্পের কেন্দ্রে থাকেন নারীরা। তাই নারীকেন্দ্রিক ছোট পর্দায় এবার ভিন্নতার স্বাদ নিয়ে আসছে ‘রাম কৃষ্ণা’। এ ধারাবাহিকের প্রধান বৈশিষ্ট্য হলো, গল্পটি তৈরি হয়েছে একজন পুরুষকে ঘিরে। যিনি অলরাউন্ডার, খাঁটি ফ্যামিলিম্যান, একই সঙ্গে নিষ্ঠাবান পূজারী। ‘রাম কৃষ্ণা’র প্রধান চরিত্রে আছেন ‘কন্যাদান’খ্যাত নীলাঙ্কুর মুখোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম রামানন্দ।

প্রোমোতে দেখা গেছে, ছোট থেকেই খেলাধুলা আর পড়াশোনায় চ্যাম্পিয়ন রাম ওরফে রামানন্দ। এ কারণে মেয়েরা ক্রাশ খায় তার ওপর। কিন্তু মেয়েদের চেয়ে শত হাত দূরে থাকে ব্রহ্মচারী রাম। একসময় তার জীবনেও এন্ট্রি হবে উর্বশীর, যে রামের ধ্য়ান ভঙ্গ করতে সফল হবে। ‘রাম কৃষ্ণা’ ধারাবাহিকে রামের নায়িকা বড়লোকের সুন্দরী কন্যার চরিত্রে অভিনয় করেছেন ‘বসন্ত বিলাস মেসবাড়ি’খ্যাত নন্দিনী দত্ত।

রাম কৃষ্ণার নায়ক নীলাঙ্কুর মুখোপাধ্যায় বলেন, ‘যেকোনো বদলকেই মন থেকে গ্রহণ করা উচিত। এই যে আমার চরিত্রটাকে ঘিরে গল্পটি আবর্তিত হবে, আশা করি তা দর্শকদের ভালো লাগবে। ধারাবাহিকে আমার চরিত্রটি অত্যন্ত নিষ্ঠাবান। বেশির ভাগ সিরিয়ালেই দেখা যায় নায়কদের সঠিক পথে নিয়ে আসে নায়িকারা। এই ধারাবাহিকে এর বিপরীত হতে চলেছে।’

জানা গেছে, আগামীকাল থেকে কালারস বাংলায় বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে দেখা যাবে ‘রাম কৃষ্ণা’ ধারাবাহিকটি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ