হোম > ছাপা সংস্করণ

পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন এক তরুণী। গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের অভিযোগে মামলাটি করেন এক তরুণী। এ ঘটনায় বাদীর জবানবন্দি শেষে ময়মনসিংহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দ্রুত তদন্ত করে প্রতিবেদন পাঠানোর জন্য আদেশ দিয়েছেন আদালত।

মো. সাদ্দাম হোসেন নামের ওই কনস্টেবল ময়মনসিংহ পুলিশ লাইনসে কর্মরত রয়েছেন। তাঁর গ্রামের বাড়ি গৌরীপুর উপজেলার একটি গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, সাদ্দাম হোসেন দীর্ঘদিন প্রেমের নামে ওই তরুণীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় গত ২১ মে জোরপূর্বক তাঁকে ধর্ষণ করেন। পরে আবারও বিয়ের প্রলোভন ও খুন-জখমের ভয় দেখিয়ে গত ২ জুলাই ধর্ষণ করেন।

এদিকে ওই তরুণী বারবার বিয়ের কথা বললে সাদ্দাম হোসেন এড়িয়ে যান। পরে তরুণী তাঁর পরিবারকে বিষয়টি জানান ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন। তবে এরপরও কোনো প্রতিকার না পেয়ে আদালতে মামলা করেছেন। তবে এ বিষয়ে মো. সাদ্দাম হোসেনের বক্তব্য জানা সম্ভব হয়নি।

আদালতের বেঞ্চ সহকারী মো. সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলা দ্রুত তদন্ত করে প্রতিবেদন পাঠানোর জন্য পিবিআইকে আদেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে বাদীর আইনজীবী মতিউর রহমান ফয়সাল বলেন, ‘আসামি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও বিয়ের আশ্বাসে বারবার ধর্ষণের অভিযোগে পিবিআইকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা এ ঘটনার ন্যায়বিচার আশা করছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ