হোম > ছাপা সংস্করণ

স্কুলছাত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

আগৈলঝাড়া প্রতিনিধি

আগৈলঝাড়ায় বিদ্যালয়ে ঢুকে এক ছাত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে এক তরুণের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ে অনুষ্ঠিত সালিসে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শ্লীলতাহানির শিকার ওই ছাত্রী জানায়, সে উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সরকারি গৌরনদী কলেজের শিক্ষার্থী ও তার স্কুলের এলাকার বাসিন্দা রনি মোল্লা (১৯) তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। প্রত্যাখ্যান করায় বিদ্যালয়ে যাওয়া আসার সময় পথরোধ করে হুমকি ধামকি দিতো। গত বুধবার বিদ্যালয়ের দোতলায় দাঁড়িয়ে থাকা অবস্থায় রনি তাকে মারধর ও শ্লীলতাহানি করে।

ভুক্তভোগী শিক্ষার্থীর দিনমজুর বাবা জানান, ঘটনাটি বিচার-বিবেচনা না করে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি, প্রধান শিক্ষক ও একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আসছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করে বলেন, বৃহস্পতিবার বিদ্যালয়ে অনুষ্ঠিত সালিসে ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন। মেয়ের বাবা আপস মীমাংসায় রাজি হওয়ায় স্থানীয় লোকজন ও ম্যানেজিং কমিটির সদস্যরা অভিযুক্ত রনি মোল্লাকে সতর্ক করে দেয়।

উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার জানান, সর্ব সম্মতিক্রমে অভিযুক্ত বখাটেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা ছাত্রীর পরিবারকে দেওয়া হবে। এ ছাড়া অভিযুক্ত রনি মোল্লা ও তার অভিভাবকদের কাছ থেকে মুচলেকা রাখা হয়েছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, থানায় কেউ অভিযোগ করেনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ