হোম > ছাপা সংস্করণ

লাখ টাকার পুরস্কার ঘোষণা চোর ধরতে

সখীপুর প্রতিনিধি

সখীপুরে গরুসহ চোর ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিলেন এক ইউপি চেয়ারম্যান। গতকাল রোববার সকালে উপজেলার তৈলধারা বাজারে এক সচেতনতামূলক সভায় কাকড়াজান ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান দুলাল হোসেন এ ঘোষণা দেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিক, ইউপি সদস্য ও স্থানীয় দুই শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম চেয়ারম্যান নির্বাচিত হয়ে কাকড়াজান ইউনিয়নকে চুরি, ডাকাতি, ঘুষ, জুয়া ও মাদকমুক্ত করে গড়ে তুলব। চুরি ও ডাকাতি প্রতিরোধে ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে লাইটের ব্যবস্থা ও ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইউনিয়নটিতে কয়েক বছর ধরে গরু চুরির প্রবণতা বেড়ে গেছে। তাই গরুসহ চোর হাতেনাতে ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন।

সভায় স্থানীয় বাসিন্দা আবু বকর মিয়ার সভাপতিত্বে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, ইউপি সদস্য মেজবাহ উদ্দিন, মোযাম্মেল হক, মিন্টু মাস্টার, রুহুল আমিন, কামরুল হাসান প্রমুখ বক্তব্য দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ