হোম > ছাপা সংস্করণ

বিএনপির ৬০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির ৬০ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও বিএনপি সমর্থক সুলতান মিয়া।

স্থানীয় বিএনপি নেতারা দাবি করেছেন, গত রোববার সন্ধ্যায় আরামনগর বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তবে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে পুলিশ বিএনপির দলীয় কার্যালয় তছনছ করে। পরে রাতেই নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে পৌর বিএনপির সহসভাপতি গোলাম রব্বানি লিকুকে প্রধান করে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মুর্শিদ আলম বাদী হয়ে মামলা করেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, বিস্ফোরক, সরকারি কাজে বাধা, হত্যার হুমকি ও জনমনে আতঙ্ক সৃষ্টি করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি জানান, বিএনপি কার্যালয় থেকে ৫টি তাজা ককটেল কিছু চেয়ার, সাউন্ড সিস্টেম ও নম্বরবিহীন ৬টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম জানান, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে পৌর স্বেচ্ছাসেবক দল। এ অনুষ্ঠান চলাকালে কোনো কারণ ছাড়াই ৪০-৫০ জনের পুলিশের দল বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এ সময় বিএনপির দলীয় কার্যালয়ে বেশ কিছু চেয়ার ভাঙচুর করে এবং শতাধিক চেয়ার ও ৬টি মোটরসাইকেল তুলে নিয়ে যায় পুলিশ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ