হোম > ছাপা সংস্করণ

বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ

আগৈলঝাড়া প্রতিনিধি

আগৈলঝাড়ায় ষাট বছরের এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ওই বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, হামলার শিকার বৃদ্ধা উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের মৃত নিরঞ্জন গাইনের স্ত্রী বিচিত্রা গাইন (৬০)। হাঁটাচলার পথে পানি ফেলার কারণে গত সোমবার রাতে লাঠি দিয়ে পিটিয়ে তাঁকে আহত করেন নিকুঞ্জ গাইন ও তাঁর ছেলে কৃষ্ণ গাইন।

বৃদ্ধা বিচিত্রা গাইনের ছেলে গবিন্দ গাইন বলেন, ‘পাশের বাড়ির খোকন তালুকদারের মেয়ের বিয়ের আয়োজন চলছিল। ওই বাড়িতে যাতায়াতের কাঁচা রাস্তার পাশে আমাদের রান্না ঘর। মা রান্না করার সময় কিছু পানি গড়িয়ে রাস্তায় পড়ে। এ কারণে খোকন তালুকদারের ভায়রা একই এলাকার নিরঞ্জন গাইন ও তাঁর ছেলে কৃষ্ণ গাইন আমাদের বাড়িতে ঢুকে আমার বৃদ্ধা মাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।’

এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে নিকুঞ্জ গাইন ও তাঁর ছেলে কৃষ্ণ গাইন পালিয়ে যান। পরে মাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’

অভিযুক্ত নিকুঞ্জ গাইন বলেন, ‘আমার আত্মীয় খোকন তালুকদারের মেয়ের বিয়ের বরযাত্রী আসার পথে পানি ফেলার কারণ জানতে চাইলে বৃদ্ধা বিচিত্রা গাইনের সঙ্গে আমাদের ঝগড়া হয়।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সমীরণ হালদার জানান, এক বৃদ্ধাকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়েছে। তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বৃদ্ধা বিচিত্রা গাইনের ছেলে গবিন্দ গাইন আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করার ঘটনায় তাঁর ছেলে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ