হোম > ছাপা সংস্করণ

ভাটার ধোঁয়ায় নষ্ট বোরো ধান

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ইটভাটার ধোঁয়ায় কয়েক হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একটি লিখিত অভিযোগ দিলে গত সোমবার তদন্তে আসেন প্রশাসনের কর্মকর্তারা।

এর আগে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ও ইউএনও মো. শামীম হুসাইন ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে ইটভাটার মালিক ও কৃষান-কৃষানিদের সঙ্গে কথা বলেন। তাঁরা জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটির প্রধান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সালাহউদ্দিন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আশা করি, আমরা তদন্ত শেষে যথাসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দেব। তবে ইটভাটাগুলোর ধোঁয়ায় সঠিক কী পরিমাণ জমির ইরি-বোরো ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুরো তদন্ত শেষ না করে কিছু বলা যাচ্ছে না।

জানা গেছে, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিনাজপুর-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে তিন ফসলি আবাদি জমিতে পাশাপাশি তিনটি ইটভাটা গড়ে তোলা হয়েছে। এসব ভাটার কৃষি বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র বা সনদ নেই। আর নীলফামারী জেলা প্রশাসনের অনুমতিপত্র মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে অনেক আগেই। এ তিন ইটভাটার আশপাশে থাকা জমির মালিক কিংবা বর্গাচাষিরা প্রতিবছরের মতো চলতি ইরি-বোরো মৌসুমে ধান চাষ করেন। এসবের মধ্যে আছে বিআর-২৮, বিআর-২৯ সহ বিভিন্ন জাতের ধান। আর এবার আবহাওয়াও অনেকটাই ইরি-বোরোর অনুকূলে থাকায় ধান ভালো হয়েছে।

এদিকে ধানচাষিদের আনীত অভিযোগ সঠিক নয় বলে জানিয়ে এমবিএস ব্রিকসের মালিক মোস্তফা ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, নিয়ম-নীতি মেনে ভাটা পরিচালনা করছি। কয়লা ছাড়া কোনো দাহ্য পদার্থ ব্যবহার করা হয় না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ