হোম > ছাপা সংস্করণ

সুন্দরবন রক্ষার দাবিতে পথসভা

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবন রক্ষায় বাগেরহাটে শূন্য কার্বনভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবিতে পথসভা ও নাটিকা প্রদর্শন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও প্রাণ বাংলাদেশের যৌথ আয়োজনে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে “ফিরিয়ে দেও পৃথিবী” নামের একটি নাটিকা প্রদর্শন করা হয়।

নাটিকার মাধ্যমে মাটি, বায়ু ও পানি দূষণমুক্ত রাখার পাশাপাশি শূন্য কার্বনভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবি জানান অভিনেতারা। বাঁধন মানব উন্নয়ন সংস্থার বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা নাটিকায় অভিনয় করেন।

পরে শূন্য কার্বনভিত্তিক টেকসই উন্নয়নের দাবিতে পথসভা করা হয়। এতে বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ এস এম মঞ্জুরুল হাসান, সাংবাদিক আরিফুল ইসলাম, বাঁধনের মুশফিকুল ইসলাম রিতু, মামুন আহমেদ, ফারজানা ববি, চৈতি রায়, নাজমা সুলতানা প্রমুখ বক্তব্য দেন।

আয়োজকেরা বলেন, সুন্দরবন বাংলাদেশে ফুসফুস। কিন্তু মানুষ নানা কারণে সুন্দরবনকে ধ্বংস করছে। সুন্দরবন রক্ষার জন্য বাগেরহাটে কার্বন নিঃসরণ বন্ধের কোনো বিকল্প নেই। তাই বাগেরহাটে শূন্য কার্বনভিত্তিক টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবিতে তাঁরা এই সচেতনতামূলক নাটিকা করেছেন। ভবিষ্যতে তাঁদের এই ধরনের আরও কর্মসূচি পালন করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ