নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ থেকে পালিয়ে কুতুপালং যাওয়ার সময় তিন রোহিঙ্গাসহ চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভাসানচরের পাশের জঙ্গল থেকে তাঁদের আটক করা হয়।
আটক রোহিঙ্গারা হলেন, আশ্রয়ণের ৭৫ নম্বর ক্লাস্টারের আবু সিদ্দিক (১৯), রেহানা বেগম (১৯) ও আয়েশা খাতুন (৫৫)। যার সহায়তায় তাঁরা পালিয়ে যাচ্ছিলেন ৮ নম্বর ক্লাস্টারের মো. রফিককেও (২৭) আটক করা হয়।
জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, দালালের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের ৭৫ নম্বর ক্লাস্টার থেকে কয়েকজন রোহিঙ্গা কুতুপালং যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযানকালে দুপুরে ভাসানচরের ৭৫ নম্বর ক্লাস্টারের পাশের একটি জঙ্গল থেকে এক দালালসহ তিন রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ড ও এপিবিএন সিভিল দল। আটক দালাল ও রোহিঙ্গাদের সিআইসি (ভাসানচরের প্রশাসনিক প্রধান) অফিসের মাধ্যমে পুলিশে হস্তান্তর করা হয়েছে।