অস্ত্র হাতে ভাইরাল রোহিঙ্গা মো. জোবায়েরকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কিছুদিন আগে পিস্তল হাতে জোবায়েরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের একটি দল ও সেনাবাহিনীর একটি দল যৌথ অভিযান চালিয়ে জোবায়েরকে গ্রেপ্তার করেন। তিনি ডাকাত দলের সক্রিয় সদস্য। তিনি অপহরণ, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।