সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার সকালে গোবরদাড়ী জোড়দিয়া স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
কলেজের প্রধান শিক্ষক সুনীল কুমার সানার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ ও গোবরদাড়ী জোড়দিয়া স্কুল অ্যান্ড কলেজের সভাপতি অ্যাডভোকেট এস এম হায়দার।
বিশেষ অতিথির বক্তব্য দেন জোড়দিয়া কেন্দ্রীয় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মো. আনিছুর রহমান, নব-নির্বাচিত ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান,৭ নম্বর ওয়ার্ড মেম্বর সাংবাদিক মো. আবু ছালেক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. ইলিয়াজ কবির।
এ সময় বক্তারা বলেন, ‘জনগণের সেবায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ইউনিয়নবাসীর সেবা পাওয়ার প্রথম স্তর হলো ইউনিয়ন পরিষদ।’
সংবর্ধিত অতিথি ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, ‘ইউনিয়নবাসীর সেবায় আমি ইউপি সদস্যদের নিয়ে সর্বদা নিয়োজিত থাকার চেষ্টা করব।’