কাউনিয়ায় বাড়ি থেকে নিখোঁজের চার দিন পর মনতাজ আলী (৯৯) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত মনতাজ উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর হরিশ্বর গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান জানান, মনতাজ গত ২৮ নভেম্বর তাঁর ছেলে জাহিদুল ইসলামের সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে যান। ভোট দেওয়া শেষে জাহিদুল তাঁর বাবাকে বাড়িতে রেখে নিজের ভোট দিতে কেন্দ্রে যান। এরপর বিকেলে বাড়ি ফিরে বাবাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে গত মঙ্গলবার কাউনিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।
প্রতিবেশীরা গতকাল বেলা ১টার দিকে বাড়ির পাশে ধানখেতে বৃদ্ধ মনজাতের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ পরিদর্শক সেলিমুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।