অনিয়ম ও দুর্নীতির প্রতিবেদন করায় ঢাকা প্রতিদিনের সম্পাদক মনজুরুল বারী নয়নকে হত্যার হুমকি দেওয়ায় কাস্টমস কর্মকর্তার বিচারের দাবি জানিয়েছে সিরাজগঞ্জের চৌহালীর সাংবাদিকেরা। গতকাল সকালে উপজেলার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচিতে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘একজন কাস্টমস কর্মকর্তা হয়ে কীভাবে কোটি কোটি টাকার মালিক হলেন তাজুল ইসলাম। তাঁর সম্পদ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের আহ্বান জানানো হয়। অবিলম্বে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতারা।
বক্তারা আরও বলেন, তাজুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় মনজুরুল বারী নয়নের অফিসে এসে অস্ত্রের ভয়ভীতি দেখানো হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁকে হেয় করা হয়েছে।