হোম > ছাপা সংস্করণ

শত্রুতার জেরে ফসল নষ্ট করল দুর্বৃত্তরা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে পূর্বশত্রুতার জেরে ২ একর ৪১ শতক জমির ধানের বীজতলা, কলাগাছ ও সরিষার খেত নষ্ট করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বালিচাঁদ গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে গ্রামের নুরুন্নবী ও আবদুল লতিফের ওই জমির ৩০টি ইউক্যালিপটাস গাছ, বোরোর বীজতলা, কলাগাছ ও সরিষার খেত আবদুর রাজ্জাক, শরিফ, লুৎফর রহমান, মোতালেবসহ আরও ২০-২৫ জন নষ্ট করে ফেলে। এ ঘটনায় ভুক্তভোগীদের চার-পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী আবদুল হামিদ বলেন, ‘নুরুন্নবী ও আবদুল লতিফের জমিতে এ ধরনের ঘটনা ঘটবে তা চিন্তা করতে পারিনি। এ ঘটনায় তাঁদের বড় ক্ষতি হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।’

ভুক্তভোগী জমির মালিক নুরুন্নবী বলেন, ‘১৯৬৩ সালে জমিটি নিয়ে মামলা শুরু হয়। ১৯৯৩ সালে কোর্টের রায়ে জমি আমাদের বুঝে দেয়। কিন্তু হঠাৎ করে এ কেমন শত্রুতা, তা বুঝে উঠতে পারলাম না। আমি এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।’

অভিযুক্ত আবদুর রাজ্জাক বলেন, একটা সময় পাড়ার সবাই ওই জমিতে খেলাধুলা করত। এখন পাড়ার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে ওই জমির সবকিছু কেটে ফেলা হয়েছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ