গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহানগরীর কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় প্রথমে একটি ঝুটের আগুন লাগে। আগুন পরে আশপাশের আরও ৫-৬টি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।
হামিদ মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাশিমপুর ডিবিএল মিনি স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে জয়দেবপুর থেকে আরও দুটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।