চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লরির ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। গত রোববার রাত ৮টায় উপজেলার আমিরাবাদ রাজঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা নাম সাখাওয়াত হোসেন (২৪)। তিনি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ দরজি পাড়ার মো. আবদুল মন্নানের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন লোহাগাড়ার আমিরাবাদের মো. মুছার ছেলে মো. ফরহাদ (২২), পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকার মো. ইসমাঈলের ছেলে মো. জাহেদুল ইসলাম (২২) ও মো. টুনু মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুজন আরোহীসহ দুটি মোটরসাইকেল উপজেলার পদুয়া তেওয়ারীহাট বাজার থেকে বটতলী-আমিরাবাদ স্টেশনের দিকে যাচ্ছিল। তাঁরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ রাজঘাটা রাজমহল কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে একটি লরি পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাখাওয়াত হোসেন নিহত হন। আহত হন আরও তিনজন। তাঁরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
দোহাজারী হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, ‘বিষয়টি আমাদের কেউ জানায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’