হোম > ছাপা সংস্করণ

ছেলের বিরুদ্ধে বাবার নির্যাতনের অভিযোগ

যশোরের মনিরামপুরে তিন ছেলের বিরুদ্ধে থানায় গিয়ে নির্যাতনের অভিযোগ দিয়েছেন ৮৩ বছর বয়সী দীন মোহাম্মদ নামের এক বৃদ্ধ। অভিযুক্ত ছেলেদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। থানায় অভিযোগ করার সময় কয়েকবার কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ দীন মোহাম্মদ।

তিনি গত সোমবার দুপুরে মনিরামপুর থানায় উপস্থিত হয়ে এ অভিযোগ দেন। বৃদ্ধের অভিযোগ, তাঁর চার ছেলের মধ্যে তিনজন তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। তাঁরা প্রায়ই তাঁকে মারতে উদ্ধত হন।

বৃদ্ধ দীন মোহাম্মদ উপজেলার হোগলাডাঙা গ্রামের বাসিন্দা। তিনি পোস্ট অফিসের অবসরপ্রাপ্ত অফিস সহায়ক। অভিযুক্তরা হলেন, বড় ছেলে হোগলাডাঙা দাখিল মাদ্রাসার শিক্ষক কুদ্দুস আলম, সেজ ছেলে রবিউল ইসলাম ও ছোট ছেলে ফারুক মিয়া।

দীন মোহাম্মদ বলেন, ‘পোস্ট অফিসে পিয়নের কাজ করে চার ছেলেকে শিক্ষিত করেছি। এখন বৃদ্ধ বয়সে ছেলেরা আমারে মারতি আসে। মাঠে কাজে যেতে বলে। ১০-১৫ বছর ধরে ওরা আমার ওপর নির্যাতন চালিয়ে আসছে।’

এই বৃদ্ধ বলেন, ‘আগেও ৩-৪ বার ছেলেদের বিরুদ্ধে অভিযোগ দিতে থানায় এসেছি। কিন্তু তাঁরা গেট থেকে আমাকে ফিরিয়ে দিয়েছে। অভিযোগ দিতে পারিনি।’

এ বিষয়ে বৃদ্ধের বড় ছেলে কুদ্দুস আলম বলেন, ‘কয়েক দিন ধরে বাবা কড়া ওষুধ খাচ্ছেন। এ জন্য ওনার মাথা গরম হয়ে যাচ্ছে। এতে করে বাবা এ সব অভিযোগ দিচ্ছেন।’

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি বলেন, ‘বৃদ্ধ নিজে এসে আমার কাছে ছেলেদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ নিয়েছি। আমি নিজে তাঁর ছেলেদের থানায় ডাকব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ