যশোরের পদ্মবিলা এলাকা থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার দুপুরে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা ধারণা করছেন পুরুষ ওই ব্যক্তিকে হত্যার পর লাশটি এখানে ফেলে যাওয়া হয়েছে।
যশোর কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক সুপ্রভাত মণ্ডল জানান, সকাল সাড়ে ৯ টার দিকে পদ্মবিলা সেতুর নিচে বিবস্ত্র অবস্থায় একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে। আমরা তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’