বিজয় দিবসসহ টানা তিন দিনের ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়। চা বাগান, পাহাড়, পাথর আর স্বচ্ছ জলের স্রোতোধারা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে এসেছেন পর্যটকেরা।
গত বৃহস্পতিবার বিজয় দিবসের দিন ও গতকাল শুক্রবার জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভ্রমণে এসেছেন লাখো পর্যটক। এর মধ্যে বিভিন্ন চা বাগান, গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র জাফলং, বিছনাকান্দি ও জলারবন রাতারগুলে সবচেয়ে বেশি পর্যটক এসেছেন। হোটেল–মোটেলগুলোতে কোনো কক্ষ খালি নেই। রেস্তোরাঁগুলোতে ভিড়ের কারণে অনেকে দাঁড়িয়ে খাবার গ্রহণ করেছেন।
বিভিন্ন পর্যটন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, গতকাল শুক্রবার সকাল থেকেই দল বেঁধে পর্যটকেরা ঘুরতে বের হয়েছেন।
বগুড়া থেকে পরিবার নিয়ে জাফলংয়ে এসেছেন সাদ্দাম মিয়া। তিনি বলেন, ‘টানা তিন দিনের ছুটি পেয়ে পরিবার নিয়ে ঘুরতে এসেছি। এখানকার পরিবেশ চমৎকার। পাহাড়, পানি আর ঝুলন্ত ব্রিজ দেখলাম। খুব ভালো লাগল।’
ব্যবসায়ী শাহআলম মিয়া বলেন, দুদিন ধরে প্রচুর পর্যটক এসেছেন। খুব ভালো বেচাকেনা হয়েছে।
জাফলং ভিউ রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক সানি আহমেদ বলেন, ‘বিজয় দিবস ও শুক্রবার মিলে অনেক পর্যটক এসেছেন। এই দুদিন আমাদের রেস্টুরেন্টে খুব ভালো বেচাকেনা হয়েছে।’
জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ বলেন, ‘গত দুই ধরে এখানে কয়েক লাখ লোক এসেছেন। তাঁদের নিরাপত্তা দিতে আমরা টুরিস্ট পুলিশের সদস্যরা তৎপর রয়েছি।’
গোয়াইনঘাটের ইউএনও মো. তাহমিলুর রহমান বলেন, পর্যটকেরা যাতে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারেন সে লক্ষ্যে উপজেলা শাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।