ইরানে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, তা দিয়ে দেশটি তিন সপ্তাহের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম। তা ছাড়া, ইরানের পরমাণু প্রকল্প যে শান্তিপূর্ণ তারও কোনো নিশ্চয়তা নেই। গত বুধবার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা এক প্রতিবেদনে এ মন্তব্য করেছে।
তবে ওই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেছে তেহরান। দেশটি জানায়, প্রতিবেদনটিতে তাদের পারমাণবিক কর্মসূচি যে ‘সম্পূর্ণ শান্তিপূর্ণ’ তা প্রমাণ করা হয়নি।