সিলেট সংবাদদাতা
সিলেট জেলার সেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা পুরস্কার লাভ করেছেন জেলা পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জয়নাল আবেদিন। গত রোববার ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তিতে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
জেলা প্রশাসন সিলেট, তথ্য ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিংহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।