হোম > ছাপা সংস্করণ

সূর্যমুখীতে লাভের আশা কৃষকের

মো. খায়রুল ইসলাম, গৌরনদী

অনাবাদি জমিতে সূর্যমুখী ফুলের চাষ করে সফলতা পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের কৃষকেরা। হলুদ সূর্যমুখী ফুলে ছেয়ে গেছে তাঁদের মাঠ।

পশ্চিম বেজহার গ্রামের কৃষক আব্দুল লতিফ সিকদার জানান, ইউপি চেয়ারম্যানের সহায়তায় কৃষি কার্যালয় থেকে বিনা মূল্যে সূর্যমুখীর বীজ ও সার নিয়ে ৩২ শতক পতিত জমিতে যৌথভাবে সূর্যমুখী ফুলের চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় লাভের আশা করছেন।

বিল্বগ্রাম এলাকার বাসিন্দা ছত্তার হাওলাদার জানান, কৃষি কার্যালয় থেকে বিনা মূল্যে সার ও বীজ পেয়ে ৩৩ শতক জমিতে সূর্যমুখী আবাদ করেছেন।

সূর্যমুখী খেতে ঘুরতে আশা রাতুল, শফিক, ফারহানা জানান, সূর্যমুখী হলুদ ফুলে ছেয়ে গেছে তাই কয়েক জন মিলে একটু ঘুরতে ও ছবি তুলতে এসেছেন। এখানে এসে সূর্যমুখী খেত ঘুরে ও ছবি তুলতে পেরে অনেক ভালো লাগছে।

মাহিলাড়া ইউনিয়ন পরিষদের কৃষিবান্ধব চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, ইউনিয়নের অনাবাদি জমিগুলোকে চাষের আওতায় নিয়ে আসার জন্য কৃষি বিভাগকে সঙ্গে নিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করে আসছে মাহিলারা ইউনিয়ন পরিষদ। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের একাধিক কৃষক অনাবাদি জমিতে সূর্যমুখী ও ভুট্টার চাষ করে সফলতা পেয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, উপজেলার ১৩ হেক্টর জমিতে সূর্যমুখী আবাদ করা হয়েছে। এর মধ্যে ১১০ জন কৃষকদের প্রণোদনার মাধ্যমে বীজ ও সার দেওয়া হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ